ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


গাজা অভিযানে লক্ষাধিক রিজার্ভ সেনা নামাচ্ছে ইসরায়েল


প্রকাশিত:
৪ মে ২০২৫ ১৫:৩১

গাজা উপত্যকায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর আগেই রিজার্ভ বাহিনীকে তলব করতে শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, লক্ষাধিক রিজার্ভ সেনাকে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এ অবস্থায় যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

খবরে বলা হয়, এই রিজার্ভ বাহিনীকে ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরে কর্মরত নিয়মিত সেনাদের বদলে গাজা সীমান্তে মোতায়েন করা হবে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে, রোববার দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক অভিযানের সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। সাম্প্রতিককালে ইসরায়েলের রাজনৈতিক জোট টিকিয়ে রাখার চাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সাত মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত ৫২ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও ১ লাখ ১৮ হাজার ৩৬৬ জন। তবে গাজার মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিকে ধরলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশিকে জিম্মি করা হয়। সেই ঘটনার পর থেকেই ইসরায়েল গাজার ওপর ভয়াবহ সামরিক অভিযান ও অবরোধ চালিয়ে যাচ্ছে।