বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ভবিষ্যৎ কেবল বাংলাদেশের জনগণের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘বাংলাদেশ বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি, আর এসব চ্যালেঞ্জের মোকাবিলায় জনগণের ভূমিকাই হবে মূল নির্ধারক।’
মার্কিন স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ট্যামি ব্রুস।
সংবাদ সম্মেলনে ব্রিটিশ এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে ট্যামি ব্রুস বলেন, এটি স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বিষয়।
ব্রিফিংয়ে এক সাংবাদিক সাম্প্রতিক বিক্ষোভ, বিভিন্ন মার্কিন ব্র্যান্ডে হামলা এবং ইসলামি চরমপন্থার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করলে, ব্রুস বলেন, ‘আমি আপনার বক্তব্য শুনেছি এবং উদ্বেগের প্রশংসা করি। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং আমরা এর পরিস্থিতি নিয়ে আগেও বহুবার আলোচনা করেছি।’
তিনি বলেন, ‘টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত। এ ধরনের বিষয় এবং সাম্প্রতিক প্রতিবাদগুলো বাংলাদেশ সরকারের দায়িত্বের আওতায় পড়ে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে ট্যামি ব্রুস বলেন, ‘নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গণতন্ত্রের চর্চাও তেমনি গুরুত্বপূর্ণ। জনগণ কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করবে, সেটিই নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ।’
তিনি আরও বলেন, ‘গত দুই দশকেরও বেশি সময় ধরে দেখা গেছে, ভুল সিদ্ধান্তের কী ভয়াবহ প্রভাব পড়ে মানুষের জীবনে। সেক্ষেত্রে প্রতিটি দেশের জন্য সামনে থাকা বিকল্পগুলো বেছে নেওয়ার সুযোগই ভবিষ্যতের দিক নির্ধারণ করবে।’