ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


গাজায় গত ২৪ ঘণ্টায় অবিরাম হামলা, দেখুন ছবিতে


৫ এপ্রিল ২০২৫ ১০:৪৯

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২১:০৮

আহত শিশুকে ঘিরে স্বজনদের কান্না। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় দিন-রাতে অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত নিহত হয়েছেন ৮৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ২৮৭ জন।

এতে নিহতের সংখ্যা ৫০ হাজার ৬০৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি ১ লাখ ১৫ হাজার ৬৩ জন। নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এর আগে ফিলিস্তিনের গাজা শহরের তুফাহ এলাকায় অবস্থিত তিনটি স্কুলে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। স্কুলগুলো বাস্তুচ্যুতদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

গাজার স্থানীয় কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানায়, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দার আল-আরকাম স্কুলের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ১৮ শিশুসহ ২৯ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে।

সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, স্কুলটিতে কমপক্ষে চারটি মিসাইল (ক্ষেপণাস্ত্র) হামলা হয়েছে।

এদিকে সর্বশেষ শুক্রবারের হামলার কয়েকটি ছবি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। যার কিছু আনাদোলু এজেন্সির সাংবাদিকের তোলা। দেখুন সেগুলো-

শুক্রবার উত্তর গাজায় ইসরায়েলি হামলা

ইসরায়েল থেকে রসদ নিয়ে গাজার পথে আইডিএফের যান


শুক্রবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দিনরাত ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি দিক থেকে ধোঁয়া দেখা যাচ্ছে

গাজার আকাশে ইসরায়েলি ড্রোন