ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১


ঝিনাইগাতীতে গনধুলাইয়ের পর ঘুষের টাকা ফেরত দিলেন দুই সাংবাদিক


১৮ নভেম্বর ২০২৪ ০০:২১

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ১২:১৪

 

ঝিনাইগাতী(শেরপুর) থেকেঃ শেরপুরের ঝিনাইগাতীতে গণধুলাইয়ের পর ঘুষের টাকা ফেরত দিলেন দুই সাংবাদিক। রবিবার (১৭ নভেম্বর) রাতে থানা চত্বরে।

ওই দুই সাংবাদিকরা হলেন গ্লোবাল টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মোঃ আবু হেলাল ও মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি জিয়াউল হক।

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন ভুমি অফিসের পিয়ন নুরুন্নবী রংপুরের এক তরুণীর সাথে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। ওই সম্পর্ক বাস্তবে রূপ দিতে ওই তরুণী রংপুর থেকে রবিবার দুপুরে ধানশাইল ইউনিয়ন ভূমি অফিসে আসে।

অভিযোগে প্রকাশ, নুরুন্নবী ভুমি অফিস কক্ষে দিনের বেলায় ওই তরুণীকে নিয়ে ফষ্টিনষ্টি করার সময় স্থানীয় বাসিন্দারা ভূমি অফিস ঘেরাও করেন।

পরে এ ঘটনাকে পুঁজি করে ওই দুই সাংবাদিক ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ সাদেক আলীকে হুমকি দিয়ে ৫ হাজার টাকা ঘুষ গ্রহন করেন।

এক পর্যায়ে গ্রামবাসীদের দাবির মুখে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শত শত জনতার উপস্থিতিতে থানায় ওই তরুণীর সাথে নুরুন্নবীর বিবাহ হয়।

এ সময় ওই দুই সাংবাদিক ৫ হাজার টাকা ঘুষ নেয়ার ঘটনাটি জানাজানি হয়ে গেলে জনতা দুই সাংবাদিককে গণধোলাই দেয়।

গণধুলাই খেয়ে সকলের উপস্থিতিতে থানা চত্বরেই ঘুষের টাকা ফেরত দিতে বাধ্য হন ওই দুই সাংবাদিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন ঘুষের টাকা ফেরত দিয়েছেন তারা!