ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার


প্রকাশিত:
৯ মার্চ ২০২২ ০১:১০

তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভক সোমবার এমন হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়া বলেছে, পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে তারা ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে।

আলেকজান্ডার নোভক বলেন, এ ধরনের সিদ্ধান্ত সারা বিশ্বের জ্বালানি সরবরাহে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তখন তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

ইউক্রেনে রাশিয়া হামলা করার কারণে শাস্তি দেওয়ার জন্য রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে এ ধরনের পরিকল্পনা সোমবার প্রত্যাখ্যান করেছে জার্মানি ও নেদারল্যান্ডস।

ইউরোপের মোট চাহিদার ৪০ শতাংশ গ্যাস আর ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে আসে। এই সরবরাহ বন্ধ হলে খুব সহজ কোনো বিকল্পও নেই।

তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি নিয়ে আলেকজান্ডার নোভক বলেন, পাল্টা জবাব দেওয়ার অধিকার রাশিয়ার আছে।