ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


রুশ ট্যাংক ধ্বংসের খবর দিয়ে ইউক্রেন বাহিনীর দিন শুরু


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৪

রাতভর তুমুল বিস্ফোরণের পর সকালে রুশ ট্যাংক ধ্বংসের খবর দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। খবর সিএনএন।

শনিবার ভোরে পশ্চিম কিয়েভের বিস্ফোরণের এ তথ্যটি যাচাই করতে পারেনি বলেও জানায় সংবাদমাধ্যমটি।

সামরিক সূত্র বলছে, দেশটির সামরিক বাহিনী কিয়েভের বেরেস্তিসকা অঞ্চলে ‘দখলকারীদের একগুচ্ছ সরঞ্জাম ধ্বংস করেছে’।

‘প্রাথমিক তথ্য অনুসারে, প্রায় দুটি গাড়ি, দুটি গোলাবারুদসহ ট্রাক এবং এনএলএডব্লিউ অ্যান্টি-ট্যাংক মিসাইলের সাহায্যে একটি শত্রু ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে’।

রাশিয়া আক্রমণের কয়েক সপ্তাহ আগে যুক্তরাজ্য ইউক্রেনে এনএলএডব্লিউ অ্যান্টি-ট্যাংক মিসাইল সরবরাহ করেছিল।

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। রুশ সৈন্যরা উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে, বড় বড় শহর ও সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। হামলার দ্বিতীয় দিনেই রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়ে।