ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


রাজপরিবারকে ধ্বংস করে দিচ্ছেন হ্যারি-মেগান!


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২০ ২০:৪৭

ব্রিটিশ রাজপরিবার থেকে হ্যারি-মেগানের সরে যাওয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন মেগান মের্কেলের বাবা থমাস মের্কেল।

৯০ মিনিটের একটি প্রামাণ্যচিত্রে তিনি বলেছেন, 'যখন হ্যারি-মেগান বিয়ে করেছিল তখন তারা এ প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছিল যে তারা রাজপরিবারের অংশ হয়ে থাকবে এবং রাজপরিবারের প্রতিনিধিত্ব করবে। সেটা না করা তাদের জন্য বোকার মতো কাজ হবে। 'এমনটাই জানিয়েছেন "বিজনেস  ট্রিবিউন"। 

থমাস মের্কেল আরও বলেন, ব্রিটিশ রাজপরিবার বিশ্বের টিকে থাকা সবচেয়ে মহান প্রতিষ্ঠানগুলোর একটি।

হ্যারি-মেগান সেটি ধ্বংস করে দিচ্ছে, তারা এ প্রতিষ্ঠানটিকে সস্তা বানিয়ে ফেলছে... সুনাম নষ্ট করে ফেলছে... তাদের এটা করা উচিত না।

থমাস মের্কেল মেগানের বাবা হলেও বাবা-মেয়ের সম্পর্ক তাদের মধ্যে নেই। হ্যারি-মেগানের বিয়ের আগ থেকেই তাদের সম্পর্কের অবণতি ঘটতে থাকে।

এখন আর তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই।

সূত্র: বিজনেস ট্রিবিউন