ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


গঙ্গা ঘাটে পা পিছলে পড়ে গেলেন মোদি


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৯ ০৬:১৫

গঙ্গা ঘাটে পা পিছলে পড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ ঘটনায় তেমন কোন আঘাত পাওয়ার আগেই নিজের হাত দিয়ে পতন সামলে নেন নিজেকে। না হলে বড় দুর্ঘটনাও ঘটতে পারত।

শনিবার কানপুরে গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে নদী ঘুরে দেখার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।


ভারতীয় দৈনিক আজকাল পত্রিকা জানায়, গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে গঙ্গা ঘুরে দেখার জন্য সিঁড়ি দিয়ে উঠছিলেন। এ সময় হঠাৎ বাঁ পায়ের পাতা শেষ সিঁড়িতে আটকে যাওয়ায় সামনের দিকে হুমড়ি খেয়ে পড়েন মোদি।

মুহূর্তেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির সদস্যরা ছুটে আসেন। তবে তার আগেই নিজের হাত দিয়ে কোন রকমে পতন সামলে নেন মোদি।

ভারতে নাগরিকত্ব বিল নিয়ে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে গঙ্গার ঘাটে মোদীর এই পপাতধরণীতলকে অনেকে ইঙ্গিত হিসেবে দেখছেন। মোদীর লৌহ কঠিন ব্যক্তিত্বে এই পা হড়কে যাওয়াকে রাজনৈতিক টেনশনের প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করতে দেখা গেছে মোদী-বিরোধীদের।

ওই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে নানা রকম মন্তব্যের মধ্যে একজন বলেছেন- ‘‌তব মুকুট পড়িল পদতলে, হায় এ কী দশা!‌’‌