ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


কুবিতে ক্যান্সার আক্রান্ত ফারুককে বাঁচাতে সহপাঠীদের অভিনব উদ্যােগ


২৪ জানুয়ারী ২০১৯ ২২:৫৬

আপডেট:
২৪ জানুয়ারী ২০১৯ ২২:৫৭

কুবিতে ক্যান্সার আক্রান্ত ফারুককে বাঁচাতে সহপাঠীদের অভিনব উদ্যাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ফারুকের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অভিনব উদ্যেগ নিয়েছে। ফারুককে বাঁচাতে তারা নিজেরাই মেয়েদের জন্য বাহারি ধরণের গয়না তৈরি করেছে। সেগুলো বিক্রির জন্য তৈরি করেছে 'স্টল ফর ফারুক'। যার সম্পূর্ণ অর্থটাই খরচ করা হবে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারুকের চিকিৎসায়


সোমবার বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে 'আমরা দাঁড়িয়েছি, আপনিও হাত বাড়ান, এ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ স্টলের আয়োজন করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী নওশাদের নেতৃত্বে একদল শিক্ষার্থী এই অভিনব উদ্যােগ নেন। স্টলে হাতে বানানো শিল্প কর্মের মধ্য দেখা যায়, বিভিন্ন আলংকারিক সামগ্রী (কানের দুল, গলার মালা, চুলের কাঠি), কলম, কাঠের তৈরি শহীদ মিনার, পাতায় আঁকা রবীন্দ্রনাথ ও নজরুলের ছবি। এছাড়াও সৌন্দর্যবর্ধক নানান জিনিস।


স্টল ঘুরে দেখা যায়, স্টলের সকল জিনিশপত্র হাতে বানানো এবং টেবিলের ওপর চমৎকার ভাবে সাজানো। নওশাদ আহমেদ জানান, আমাদের উদ্যেশ্য মানবিক, মানুষের কাছে বৃথা হাত বাড়ানোর চেয়ে আমাদের কাজের মাধ্যমে কিছু করতে চাই ফারুকের জন্য'।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বেশ সাড়া ফেলেছে এমন ব্যাতিক্রমী ও অভিনব উদ্যােগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল হক শিপন বলেন, ' আমাদের ফারুক ভাইকে সাহায্যের জন্য সামগ্রী কিনছি, এতে মানবিক দিকটিই প্রধান।'


উল্লেখ্য গত নয় মাস যাবত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-২০১৫ সেশনের শিক্ষর্থী মোঃ ফারুক দুরারোগ্য 'ক্রোনিক মেলোয়েড লিউকোমিয়া' নামক ব্লাড ক্যান্সারে ভুগছেন। তার বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট এর জন্য প্রায় ৬০ লক্ষ টাকার প্রয়োজন।
ফারুকের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা; হিসাব নামঃ ফারুক চিকিৎসা অর্থ তহবিল, হিসাব নংঃ ০১০০১৪০৯১১৪১৫ (জনতা ব্যাংক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা)। বিকাশঃ -০১৭৫১৬৭৮৫৭৯ (পার্সোনাল), রকেটঃ ০১৯৪৪৯০৯৯৬৮০