ঢাকা শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, ১৪ই পৌষ ১৪৩২


শেরপুর ডাকঘরের কর্মচারি মানিক মিয়া জালিয়াতি মামলায় গ্রেফতার


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫ ২৩:৪৯

শেরপুর ডাকঘরে কর্মচারি ফুলপুর তারাকান্দার আব্দুল হেকিম মন্ডলের ছেলে মোঃমানিক মিয়া কে শেরপুর সদর থানা পুলিশ ১৬ অক্টোবর বৃহস্পতিবার ৫ টা ২০ মিনিটে শেরপুর ডাকঘর থেকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায় শেরপুর জেলার পাকুড়িয়া ইউনিয়নের মমিনাকান্দা গ্রামের শাহিনা বেগম শেরপুর ডাকঘরে একটি সঞ্চয় করে যাতে তিনি ৫ বছরে ২ লাখ ৭০ হাজার টাকা জমা করেন। কিছু দিন পূর্বে মেয়াদ পূর্ণ হওয়ায় সেই টাকা উত্তলন করেন তিনি। কিছুদিন পর সেই টাকা শেরপুর শহরের উত্তরা ব্যাংকে জমা দিতে গেলে ব্যাংকের লোক বলেন এখানে ৫৩ হাজার টাকা জালনোট রয়েছে যা প্রতিটাই এক হাজার টাকার নোট। শাহিনা বেগম এই ঘটনো পোস্ট অফিস কর্তিপক্ষকে জানালে মানিক মিয়া বলেন ৭ দিন আগে আমার কাছ থেকে সে টাকা নিয়ে গেছে এখন এসে বলতেছে জাল নোট বেড় হইছে আমি এখন কিভাবে তাকে টাকা দিব।

শেরপুর পোস্ট অফিসের হেড পোস্ট মাস্টার নূর কুতুব আলম সাংবাদিকদের বলেন বিষয়টা তদন্ত্য করার জন্য তিন সদস্য বিশিষ্ঠ্য কমিটি গঠন করা হয়েছে।পরে শাহিদা বেগম শেরপুর সদর থানায় পোস্টাল কর্মচারি মানিক মিয়াকে আসামি করে শেরপুর সদর থানায় একটি জালিয়াতি মামলা করেন যার মামলা নং২১ - মামলাটির ভারপ্রাপ্ত পুলিশ এস আই নজরুল ইসলাম ১৬ অক্টোবর বৃহস্পতিবার শেরপুর পোস্ট অফিস থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির পরবর্তি ব্যাবস্থা গ্রহনের জন্য তাকে কোর্টে পেরণ করা হবে বলে জানান শেরপুর সদর থানা পুলিশ।