তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা, বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল এলাকাবাসীর

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ আমজাদের ছেলে মোঃ আবু হুরায়রা মিজান (২২) নামের এক ব্যক্তিকে হাতুরি দিয়ে বেধরকভাবে পিটিয়ে হত্যা করেছে একই ইউনিয়নের উত্তর চন্দনগাঁতী গ্রামের দুর্বৃত্তরা। উক্ত ঘটনার প্রকৃত হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায় যে, গত ৮ই অক্টোবর রোজ বুধবার বিকেলে দেলুয়াকান্দি উত্তরপাড়ার মাঙ্গন মতিনের বাড়ির সামনে আবু হুরায়রা ওরফে মিজান( ২২) কে উত্তর চন্দনগাঁতী গ্রামের স্থানীয় দুর্বৃত্তরা মিলে হাতুড়ি দিয়ে মিজানের মাথায় প্রচন্ড আঘাত করে যার ফলে মিজান অজ্ঞান হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে। অবস্থা খারাপ হওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় গত ৬ ই অক্টোবর সিগারেট জ্বালানোর জন্য দিয়াশলাই চাওয়া নিয়ে বাক বিতর্ক হয়, দুপক্ষের, পরে মিজান বিষয়টি নিয়ে দু-পক্ষকে মিলিত করে দেয়ার চেষ্টা করে। তারই জের ধরে এই হত্যাকান্ড ঘটে।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে, তিনদিন চিকিৎসা চলা অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মিজান কে মৃত বলে ঘোষনা করে। এতে মিজানের পরিবার ও তার এলাকায় শোকের ছায়া নেমে আসে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এরাকায় উত্তেজনা বিরাজ করে। উত্তর চন্দনগাঁতীর বাসিন্দাগন নিরাপত্তার ক্ষেত্রে ঘরের আসবাবপত্র ও গৃহপালিত পশুপাখি নিয়ে সবাই এলাকা ছেরে অন্যত্র চলে যাচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। পরবর্তীতে ১২ই অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় এলাকাবাসী বেলকুচি থানায় সামনে ও উপজেলা চত্বররে মিজানের হত্যাকারীদের ফাঁসির দাবীতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অপরাধীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান, প্রসাশন গ্রেফতার করতে ব্যর্থ হলে আইন হাতে তুলে নেয়ার হুশিয়ার দেন বিক্ষোভ কারীরা।
এ ব্যাপারে কেউ গ্রেফতার হয়নি, অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে। মিজানের পরিবার হত্যার ঘটনার থানায় মামলা করেছে ও বিক্ষোভকারীরা বেলকুচি উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারক লিপি প্রদান করেন।