নকলায় শিশু খাদ্যসহ শুকনো খাবার ও গোখাদ্য বিতরণ

শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুখাদ্য, প্রাপ্তবয়স্কদের জন্য শুকনো খাবার ও গবাদিপশুর জন্য গোখাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার উরফা ইউনিয়নের উরফা গ্রামে শারীরিক প্রতিবন্ধী, কর্মক্ষমহীন বয়স্ক নারী-পুরুষের মাঝে শুকনো খাবার, প্রান্তিক চাষী গরুর মালিকের মাঝে গোখাদ্যের বস্তা ও জন্মের একমাসের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্নকারী ওই শিশুর জন্য শিশুটির বাবা মায়ের হাতে শিশু খাদ্যের প্যাকেট তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া মেদীরপাড় গ্রামের রাজা মিয়ার দুই বছর বয়সী পুত্র সন্তান তার বাড়ীর পাশের ডোবার পানিতে ডুবে মৃত্যবরন করায় শোকাহত পরিবারের খোঁজ খবর নিতে যান তিনি। খোঁজ খবর নেওয়ার সময় পুত্রহারা বাবা মাকে স্বান্তনা দেওয়ার পাশাপাশি উপহার হিসেবে তাদের হাতে নিত্যপণ্যের একটি প্যাকেট তুলে দেওয়া হয়।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গান্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধা ভোগি পরিবারের লোকজন, আনসার সদস্য, গ্রাম পুলিশ ও শিশু সন্তান হারা বাবা-মাসহ অনেকে উপস্থিত ছিলেন।