ঢাকা শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫, ২৫শে আশ্বিন ১৪৩২


নকলায় কন্যাশিশু দিবস উপলক্ষে ৩২ কিশোরীকে সনদপত্র ও উপহার প্রদান


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৫ ২২:৫১

শেরপুর নকলায় জাতীয় কন্যাশিশু দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচি সমূহের মধ্যে বর্নাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও উপজেলার ৩২ কিশোরীকে সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ৮ অক্টোবর উপজেলা প্রশাসন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমর্সূচি এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

"আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি; দেশের কল্যাণে কাজ করি" এই প্রাতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে "পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানকে ধারন করে স্বপ্নসারথি ও অংশীজনের অংশ গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ব্র্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম সারোয়ারসহ স্বপ্নসারথি দলের কিশোরী সদস্যদের প্রতিনিধি নাশিতা আক্তার, শশী, মোছা. নাসরিন ও লিজা আক্তার প্রমুখ।

বক্তারা জানান, বাংলাদেশে প্রতিবছর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্ন্ত শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়। ২০০০ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি আদেশে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে কন্যাশিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। এর পরথেকে ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। তারা বলেন "দেশ ও জাতীর কল্যাণে নারীদেরকে আরো এগিয়ে নিতে হবে। বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেওয়া জরুরি।

ব্র্যাককে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সভাপতি ইউএনও মো. জাহাঙ্গীর আলম তাঁর সমাপনী বক্তব্যে জানান, ব্র্যাকের জীবন দক্ষতা প্রশিক্ষণ খুবই কার্যকর ভূমিকা রাখছে। স্বপ্নসারথিদের স্বপ্ন পূরণে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এছাড়া উপজেলার কোন এলাকায় বাল্য বিয়ে সংগঠিত হলে বা আয়োজন করা হলে সরকারি হটলাইন নম্বর এবং উপজেলা প্রশাসনের নম্বরে ফোন দেওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

আলোচনা সভার পরে উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ৩২ জন ১৮ বছর পুর্ণ করা কিশোরীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমর্সূচির জেলা-উপজেলার কর্মকর্তাগনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বপ্নসারথি দলের কিশোরী, স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ ও অংশীজন উপস্থিত ছিলেন।