ঢাকা বৃহঃস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫, ২৪শে আশ্বিন ১৪৩২


কক্সবাজার চকরিয়ায় র‌্যাব-১৫ কর্তৃক মাদক বিরোধী জনসচেতনতা মূলক সভা ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫ ২২:১১

কক্সবাজারের সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান মাদকের করালগ্রাস থেকে সমাজ ও দেশকে রক্ষা এবং দেশের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে মহাপরিচালক র‌্যাব ফোর্সেসের দিক নির্দেশনায় ও অধিনায়ক র‌্যাব-১৫ এর সার্বিক তত্ত্বাবধানে র‌্যাব-১৫ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন কাকারা কালী মন্দির মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন র‌্যাব-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এহতেশামুল হক খান। প্রধান অতিথির বক্তব্যে উপ অধিনায়ক মেজর এহতেশামুল হক খান বলেন,
মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে নিজের মানসিক, শারীরিক ও সামাজিক শক্তি হারায়। সে হারায় নিজের ভবিষ্যৎ, আর তার পরিবার হারায় হাসি-খুশি জীবন।

তিনি আরো বলেন,আমরা সকলে জানি, মাদক শুধু শহরে নয়, গ্রামেও ছড়িয়ে পড়ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ এখন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। কারণ, কৌতূহল থেকেই অনেক তরুণ প্রথমবার মাদকের সংস্পর্শে আসে। এরপর সেই কৌতূহলই পরিণত হয় এক ভয়ংকর আসক্তিতে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রতিটি তরুণ যেন সচেতন হয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। তরুণ প্রজন্মকে এই ভয়াল ছোবল থেকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার উদাত্ত্ব আহবান জানান ।

মাদক সেবনের পথ থেকে ফিরে আসা একজন স্হানীয় একজন নিজের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বক্তব্যে জানান, নয় বছর আগে তিনি মাদকাসক্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। বর্তমানে তিনি সুখে-শান্তিতে আছেন। আর এ পথে যেন কেউ না আসে, এমন আহ্বান জানান মাদক থেকে ফিরে আসা ওই বক্তা।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথসহ শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং স্থানীয়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য যে, উক্ত মতবিনিময় সভা উপলক্ষে র‌্যাব-১৫ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে যেখানে এলাকার স্বল্পআয়ের লোকজন বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয় এবং তারা র‌্যাবের এই ধরনের কার্যক্রমের প্রশংসা করেন।