বেলকুচিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসী লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদা উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস -২০২৫,
বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, হাসনাৎ জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুসাবিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গোলাম রেজা, বেলকুচি থানা পুলিশ সবুজ কুমার দেব, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, এবং বাংলাদেশ প্রেসক্লাব, বেলকুচি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কন্যাশিশু ও তাদের অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য। বর্তমান কন্যা শিশুরা কিন্তু নিরাপদ নয়। সুতরাং তাদের প্রতি বৈষম্য ও সহিংসতা পরিহার করে উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সবাই।
অনুষ্ঠানে কন্যা শিশুরা সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পরে সেরা পরিবেশকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় শেষের দিকে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, “কন্যাশিশু আমাদের অমূল্য সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারলে তারাই একদিন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেবে যাবে।”
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বেলকুচি উপজেলা।