নকলায় ব্র্যাক একসেলারেটেড মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা

শেরপুরের নকলায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতাধীন ব্র্যাক একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের লক্ষ্যে স্থথানীয় সুধীজন ও অংশীজনের সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক শিক্ষা কর্মসূচির (ইএমডিসি) বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তার-এঁর সভাপতিত্বে আড়াই ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের শেরপুর জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা খাতুন, আব্দুল্লাহ আল নাহিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।
অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে বক্তারা ব্র্যাক শিক্ষা কর্মসূচির গৃহিত কার্যক্রম সমূহের অগ্রযাত্রার পথকে সুগম করার লক্ষ্যে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।
এসময় ব্র্যাক উপজেলা শাখার ব্যবস্থাপক, ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা সমন্বয়ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, স্থানীয় শিক্ষানুরাগী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্র্যাক শিক্ষা কর্মসূচির সংশ্লিষ্টরা জানান, কোভিড ১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এসময় শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন-শেখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে। যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি এর প্রকল্প "Educate the Most Disadvantaged Children in Bangladesh (EMDC)" এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য একসেলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচ আপ কম্পোনেন্ট (Bridge Course) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণি ভিত্তিক শিখন প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করছে।
তথ্য মতে, বর্তমানে ইএমডিসি প্রকল্পটির চতুর্থবর্ষ চলছে এবং কমপক্ষে ৪৮ হাজার ৭৫০ শিক্ষার্থী ১ হাজার ৯৫০টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন করেছে। এছাড়া আরও ৩০ হাজার শিক্ষার্থী ১ হাজার ২০০টি ব্র্যাক স্কুলে অধ্যয়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পটির শেষে ১ লাখ ৪৭ হাজার ৫০০ শিক্ষার্থী অন্তত ৫ হাজার ৯০০টি এক কক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের একসেলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে।