ঢাকা মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫, ৯ই আশ্বিন ১৪৩২


নালিতাবাড়ীতে ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন’র নতুন কমিটি গঠন


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১১

শেরপুরের নালিতাবাড়ীতে তরুণ স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপজেলা মিলনায়তনে উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে সারোয়ার হোসাইনকে সভাপতি, আমানুল্লাহ আসিফ মীরকে কার্যকরী সভাপতি ও শাহিন আলমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি নাঈম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও ফরিদুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক সাজন চন্দ্র্র শীল, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, দপ্তর ও প্রচার সম্পাদক জায়েদ মাহমুদ রিজন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, আইটি বিষয়ক সম্পাদক মিঠুন মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুয়াইব ইসলাম শিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিব হাসান রনি, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ ও সাহিত্য সম্পাদক আল আমিন ইসলাম কাব্য।

এছাড়া সংগঠনটির কার্যক্রম সমাজ, দেশ ও জাতির জন্য জনকল্যাণে সুষ্ঠুভাবে পরিচালিত করার লক্ষ্যে সমাজ সেবক ও পরিশ্রমী স্বেচ্ছাসেবক মাজহারুল ইসলাম আরিফকে অন্যতম উপদেষ্টা করে ছোট্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ আগস্ট কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে ‘ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন’ নামে সম্পূর্ণ অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়। সমাজ, দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে সরাসরি জড়িত থেকে সবার নজর কেড়েছে। এবছর এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন’ নামকরণ করা হয়।