ঢাকা মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫, ৯ই আশ্বিন ১৪৩২


নাগেশ্বরীতে সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনে মা সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৭

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যানিকেতনের আয়োজনে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক বর্ণাঢ্য “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মো: রেজাউল কবির মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহজাহান আলী, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)।

সভাপতি মো: রেজাউল কবির মিলন বলেন, “একজন মায়ের সক্রিয় ভূমিকা ছাড়া সন্তানের সঠিক শিক্ষা ও চরিত্র গঠন সম্ভব নয়। বিদ্যালয়ের পাশাপাশি পরিবারেও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।”
প্রধান অতিথি মো: শাহজাহান আলী বলেন, “শিক্ষার্থীদের মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং নৈতিক মূল্যবোধ গঠনে মায়েদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করলে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।”

এছাড়া বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সরকারি শিক্ষকবৃন্দ — মুকুল চন্দ্র সরকার, মো: জাহাঙ্গীর আলম, মো: আমিনুল ইসলাম, মো: ওসমান গনি এবং উম্মে আরিফা বিল্লাহ। তারা বলেন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং সময়মতো কাজ সম্পন্ন করার জন্য সন্তানদের প্রতি মায়েদের যত্নশীল ভূমিকা শিক্ষার মান বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। পাশাপাশি তারা অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মা অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানস্থল অভিভাবক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

মা অভিভাবকবৃন্দও তাঁদের মতবিনিময় প্রকাশ করেন। তারা বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করা, সন্তানের পড়াশোনা ও শৃঙ্খলা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মায়েদের সক্রিয় অংশগ্রহণে সমাবেশে প্রাণচাঞ্চল্যের সঞ্চার হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলাম।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং সম্মিলিত অঙ্গীকারে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।