ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


জুলাই শহিদদের স্মরণে ঊষার আলোর দোয়া অনুষ্ঠান


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৯

ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের শহিদদের মাগফিরাত কামনায় নড়াইলে সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই) রাত ৯টায় নড়াইল পৌরসভার দূর্গাপুরে অবস্থিত সংগঠনটির দলীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঊষার আলোর সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক নয়ন বিশ্বাস ও মো. হাবিবুর রহমান, প্রভাষক সামিরা খানম, জুলাইযোদ্ধা মাসুম প্রমুখ।

অনুষ্ঠানের শেষে জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচলনা করেন বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জহুরুল ইসলাম।