ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্ণাঢ্য জসনে জুলুস অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আয়োজিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী জসনে জুলুস, যার আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখা।
৬ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার ১২ই রবিউল আউয়াল উপজেলা সদরের জামিয়া মতিনিয়া সুন্নীয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু করে জুলুসটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর সদর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে মিলাদ মাহফিল, বিশেষ আলোচনা ও দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়।
এই বরকতময় জুলুসে অংশগ্রহণ করেন শত শত আশেকে রাসূল সাঃ, বিভিন্ন দরবার শরীফের পীর সাহেব, স্থানীয় আলেম-উলামা, তরুণ সমাজ, মসজিদ-মাদ্রাসার ছাত্রবৃন্দ ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিগণ। পুরো নাসিরনগর শহর যেন নবীপ্রেমের দীপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠে। ব্যানার, ফেস্টুন, আরবি ক্যালিগ্রাফি, সবুজ পতাকা এবং হৃদয়ছোঁয়া ইসলামী স্লোগানে ছিল এক বৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর দৃশ্যপট।
জুলুস চলাকালীন সমবেত জনতা “লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ সাঃ জীবন হোক রাসূলের আদর্শে গড়া আসুন সুন্নাহর পথে ফিরি এসব ধ্বনি উচ্চারণ করে নিজেদের ঈমানি ভালোবাসা প্রকাশ করেন।
আলেমগণ বলেন, নবীজীর জন্মের মাহাত্ম্য শুধু উদযাপন নয়, বরং তাঁর দেখানো পথে চলা, সুন্নাহ বাস্তবায়ন এবং সমাজে শান্তি ও ইনসাফ কায়েম করাই প্রকৃত ঈদে মিলাদুন্নবী সাঃ এ-র শিক্ষা। রাসূলুল্লাহ সাঃ-ই হলেন মানবজাতির জন্য প্রেরিত শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জন্মদিন কেবল উৎসব নয়, বরং এটি ঈমানি ভালোবাসার বহিঃপ্রকাশ ও তাঁর সুন্নাহর প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যের প্রতিশ্রুতি।
আয়োজকদের বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর শাখার নেতৃবৃন্দ বলেন, আমরা চাই নবীজীর জন্মদিনকে ঘিরে এমন আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করতে, যাতে তারা রাসূলুল্লাহ সাঃ-কে চিনে, ভালোবাসে এবং তাঁর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করে। তাঁরা আরও বলেন, এই জুলুস ছিল শান্তিপূর্ণ, ধর্মীয় শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
জুলুস শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য এবং নবীজীর প্রেম ও সুন্নাহর প্রতি ফিরে আসার জন্য হৃদয়গ্রাহী মুনাজাত করে জুলুসের সমাপ্তি ঘোষণা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নাসিরনগর উপজেলা শাখার সভাপতি পীরে ত্বরিকত আলহাজ্ব মাওলানা রিয়াজুল করিম আল-ক্বাদরী।
এ সময় প্রচন্ড গরমের ভেতরে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে প্রায় দুই হাজার বিশুদ্ধ খাবার পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।এ সমস্ত বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ আসন থেকে বি,এন,পির মনোনয়ন প্রাত্যাশী ডাঃ চৌধুরী সামসুল হক কিবরিয়া পাবেল।