ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


মাগুরায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘরে আগুন: স্বামী, স্ত্রী ও শিশু মারাত্মক দগ্ধ


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৭

মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্বামী, দ্বিতীয় স্ত্রী ও তাদের ১৩ মাসের শিশুপুত্র মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক দ্বন্দ্বের জেরে বাহারুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রী লাভলী (৩০) ও ১৩ মাস বয়সী সন্তান রোহানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। সেই সময় তার প্রথম স্ত্রী সুমি আক্তার (৪২) ঘরের মেঝেতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন।

প্রতিবেশীরা আগুনের লেলিহান শিখা ও চিৎকার শুনে ছুটে এসে দরজা খুলে আহতদের উদ্ধার করে। ততক্ষণে বাহারুল ইসলাম, তার দ্বিতীয় স্ত্রী লাভলী এবং শিশু রোহান আগুনে ঝলসে গুরুতর আহত হন।

জানা যায়, দুইদিন আগে ঢাকায় গার্মেন্টসে চাকরিরত দ্বিতীয় স্ত্রী লাভলী তার সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন। এরপর থেকেই দুই সতীনের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার আগের দিন দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং স্বামী বাহারুল ইসলাম উভয় স্ত্রীকে মারধর করেন।

অগ্নিকাণ্ডের পরপরই অভিযুক্ত প্রথম স্ত্রী সুমি আক্তার নিজেই মাগুরা সদর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

দগ্ধ তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ূব আলী জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্ত নারী পুলিশের হেফাজতে রয়েছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।”