ঢাকা শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২


বেলকুচি প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে আহ্বায়ক কমিটি গঠনের জন্য সংবাদ সম্মেলন করেন বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:১০

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচি প্রেসক্লাব এক যুগের বেশী সময় ধরে কোন নির্বাচন হয়নি, করা হয়নি কোন কমিটি গঠন। প্রেসক্লাবটির নেই কোন নিজস্ব গঠনতন্ত্র। অনিয়মতান্ত্রিকভাবে চলছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে  বেলকুচি প্রেসক্লাবটি।

বিগত আওয়ামী সরকারের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্তমান বেলকুচি আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান স্বৈরাচার সরকারের মতো নির্বাচন বিহীন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি দায়িত্ব পালন করে যাচ্ছে।তাকে নিয়ে চলছে বেলকুচিতে নানা গুঞ্জন। তিনি বেলকুচি প্রেসক্লাবটিকে নিজের প্রতীক সম্পত্তি মনে করে রেখেছেন মর্মে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে।

শুক্রবার ৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জের ব্রাইট হেলথ হাসপাতালের আন্ডার গ্রাউন্ডে নিজ চেম্বারে বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টচ এ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন বেলকুচির মূলধারা সাংবাদিকদের কোণঠাসা করে রেখেছেন,নতুন প্রজন্ম গণমাধ্যম কর্মীদের প্রেসক্লাবে সুযোগ না দিয়ে একক আধিপত্যর বিস্তার করে যাচ্ছেন স্বৈরাচার সরকারের বেলকুচি উপজেলা আওয়ামী সরকারের প্রধান উপদেষ্টা সাইদুল রহমান।বেলকুচি প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে ০৭ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের দাবী জানান সংবাদ সম্মেলনে।