ঢাকা শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২


ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে চকরিয়ায় জসনে জুলুস অনুষ্ঠিত


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৬

আজ সকাল ১০ঘটিকার সময় আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউছিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার উত্তর জেলার উদ্যোগে সমগ্র বিশ্বের মুক্তির কান্ডারী রাহমাতুল্লিল আলামীন উপলক্ষে জশনে জুলছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চকরিয়া মগবাজার থেকে শুরু হয়ে থানা রাস্তার মাথা ,জনতা মার্কেট,কোর্ট বিদ্যাপীঠ হয়েছে আবার মগবাজার জামে মসজিদ সংলগ্ন ময়দানে জুলুছ শেষ হয়।

জুলুছ পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন জুলুছ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সালাহ উদ্দিন খালেদ । এতে আলোচনা পেশ করেছেন অধ্যক্ষ শাহাদাত হোসাইন আল কাদেরী, মাওলানা মুজিবুর রহমান আল কাদেরী, মাওলানা মুহাম্মদ শোয়াইবুল ইসলাম নূরী, মাওলানা মিছবাহ উদ্দিন বদরী, মাওলানা রবিউল হোসাইন আল কাদেরী, মাওলানা বেলাল উদ্দিন নুরী, মাওলানা রিদুয়ানুল ইসলাম, আবুল হাশেম শাহ প্রমূখ।

বক্তারা বলেছেন আল্লাহ পাক এর রেজামন্দি হাসিল করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের বিকল্প নেই,তাই নবীর প্রেম অন্তরে ধারণ করে শরীয়তের বিধী-বিধান পালন করা সমস্ত ঈমানদারের একান্ত প্রয়োজন।