ঢাকা বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২


নকলায় ডপস’র উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৭

শেরপুরের নকলায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গণপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে একটি করে চারা তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে গাছের বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডপস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া (বিএসপি)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবিকা রাজিয়া সামাদ ডালিয়া।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবিকা ও ভবিষ্যতের নিরাপত্তাও নিশ্চিত করে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার। ডপস’র মতো ছোট্ট উদ্যোগ থেকেই আগামী দিনের সবুজ বাংলাদেশ গড়ে উঠবে। আজকের একটি চারাই হয়ে উঠবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন করা শিক্ষার্থীসহ সবার দায়িত্ব। আমরা চাই শিক্ষার্থীরা যেন মনোযোগ দিয়ে পড়ালেখা করে দেশের জন্য উপযুক্ত মানুষ হতে পারে। পড়ালেখার পাশাপাশি পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠুক তারা।” এসময় গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।