ঢাকা বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২


শ্রীবরদীতে রাস্তার অভাবে চরম দুর্ভোগে চুকচুকি গ্রাম


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৮

শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবড়ুনা ইউনিয়নের চুকচুকি গ্রাম যেন অবহেলা আর বঞ্চনার এক প্রতিচ্ছবি। স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও এ গ্রামের মানুষের ভাগ্যে জোটেনি একটি পাকা রাস্তা। গ্রামের একমাত্র কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই সেটি রূপ নেয় কাদা ও জলাবদ্ধতার দুর্ভোগের পথে। মাঝখানে একটি কালভাট থাকলেও সেটি ভেঙে বহুদিন ধরে অচল হয়ে আছে। ফলে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে এই ভাঙা সড়ক দিয়েই চলতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ মিয়া বলেন, “শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসতে গিয়ে ভোগান্তির শিকার হয়। বর্ষাকালে কাদা-পানিতে ডুবে তাদের পথচলা হয়ে ওঠে দুর্বিষহ। এতে শিক্ষা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ে।”

শিক্ষার্থী ইসিমা বেগম জানান, “আমরা অনেক সময় ভিজে কিংবা কাদায় পড়ে স্কুলে পৌঁছাই। এতে পড়াশোনার আগ্রহও কমে যায়।”

কৃষক মোস্তাক মিয়া বলেন, ‘‘কষ্ট করে ফসল ফলাই, কিন্তু বাজারে নিয়ে যেতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় ।