দৌলতপুর ডিগ্রী কলেজে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রী কলেজে এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, বারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ, সহকারী অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান মোঃ খবির উদ্দিনের বিদায় সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আমিরুল ইসলাম খাঁন (আলিম)।
সভাপতিত্ব করেন দৌলতপুর ডিগ্রী কলেজের সভাপতি জনাব মোঃ মনোয়ার চৌধুরী (বাবু)। আয়োজনে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল গোলাম আযম, নুর ইসলাম গোলাম, আলতাফ হোসেন প্রামাণিক, আজিজুল হক পলাশ, রফিকুল ইসলাম ফারুক, সোহেল রানা বিপ্লব, শাহিন বাবু, নজরুল ইসলাম ঝন্টু, শহিদুল ইসলাম, খালেক তোতা, বাবর আলী মেম্বার, শহিদুল ইসলাম, সেলিম খান নিটন, আব্দুল বারিক মন্ডল মেম্বার, আনিসুর রহমান,খবর উদ্দিন, মশিউর রহমান, সানোয়ার হোসেন, দুলাল চৌধুরী, রফিকুল আলম, সাইদুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে শিক্ষকমণ্ডলী ও পরিচালনা পর্ষদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতা অপরিহার্য। কলেজে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শুধু ধর্মীয় চর্চার সুযোগ নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদায়ী শিক্ষকবৃন্দ দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠান ও সমাজে অবদান রেখে গেছেন। এ সময় তাদের কর্মজীবনের স্মৃতিচারণ করে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।