ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ২৩:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে কাউসার চৌধুরী মডেল একাডেমী প্রাঙ্গণে রহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, রোটারিয়ান ডাঃ সাফওয়ান নাবিল, ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন উদ্দিন চৌধুরী, ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফয়সল মোঃ জেবেল নুর, সমাজসেবক অলিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক রোগীকে মূখ ও দাঁতের সচেতনতামূলক পরামর্শ এবং চিকিৎসা সেবা ও টুথপেস্ট টুথব্রাশসহ দাঁত পরিচর্যার সামগ্রী বিতরণ করা হয়েছে।