ঢাকা বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


সাংবাদিককে ভুল তথ্য দিয়ে মিথ্যা নিউজ করানোর বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ২০:১৭

গত ২৫ আগষ্ট মঙ্গলবার দৈনিক বাংলার রুপ অনলাইন পত্রিকায় প্রকাশিত "নেছারাবাদের বলদিয়ায় মেয়ের জামাইয়ের প্রতিহিংসার খপ্পরে দিশেহারা অসহায় পরিবার" শিরোনামে যে রিপোর্টটি প্রকাশিত হয় সেটি অভিযোগকারীদের প্রতিহিংসা মুলক মিথ্যা বানোয়াট ও অপব্যখ্যা দিয়ে সাজানো একটি অপপ্রচার বলে জানিয়ে নিউজের বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিযুক্ত মোঃ মামুন খান ও মোসাঃ ইসরাত জাহান তানিয়া।

এ বিষয়ে সোবাহান তালুকদারের মেয়ের জামাই মোঃ মামুন খান দৈনিক বাংলার রুপের (অনলাইন পত্রিকা) জেলা প্রতিনিধিকে জানান, তার বিরুদ্ধে এবং তার শ্যালক বউ তানিয়াকে জড়িয়ে মিথ্যা বানোোয়াট তথ্য দিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে প্রতিহিংসা পরায়ন রবিউল ও তার পরিবার। এটা সম্পুর্ন গুজব এবং মিথ্যা বানোয়াট ও প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

মামুন খান আরো বলেন, আমি এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এটা আমাকে ও তানিয়াকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা মাত্র।

সাংবাদিকের কাছে মিথ্যা ও ভুল তথ্য দেওয়ার জন্য সাংবাদিকও বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েছে। রবিউল ও তার পরিবারের সকলে তথ্য গোপন করে, যা আইন বহির্ভূত ও শাস্তিযোগ্য অপরাধ। আমি এই অপপ্রচারের বিষয়ে আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এর সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এ বিষয়ে ইসরাত জাহান তানিয়া মুঠোফোনে জানান, রবিউল ও তার ছোট বোন মাহফুজা, বোন জামাই রুবেল মিলে আমার ও আমাদের আড়াই বছর বয়সী সন্তানের উপর নানা রকম শারীরিক ও মানসিক অত্যাচার চালায় এবং আমার নামে বিভিন্ন রকমের মিথ্যা মামলা করে। এরপরেও আমি সন্তানের কথা ভেবে রবিউল এর সংসার করে যাই বছরের পর বছর। এরই মধ্যে তারা আবার আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে এবং রবিউল আমাকে এবং আমার আড়াই বছর বয়সি ছেলেকে দীর্ঘদিন যাবৎ আমার বাবার বাড়ি ফেলে রাখে। পরে আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেই। বর্তমানে আমি এবং আমার আড়াই বছর বয়সী ছেলেকে নিয়ে খুবই দুর্বিসহ জীবন যাপন করছি। এখনো রবিউল ও তার পরিবারের হুমকির মুখে দিন কাটাচ্ছি।

এমতাবস্থায় রবিউল সহ তার পরিবার ঘটনার মোড় অন্য দিকে ঘোরানোর জন্য আমার ও মামুন খানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করে আমাদের মান সম্মানের হানি ঘটায় এবং তারা সম্পুর্ন ভিত্তিহীন অপপ্রচার চালায়। যেটা বিভ্রান্তিকর ও গুজব। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে মামুন খানের স্ত্রী বলেন, আমার স্বামীর বিরুদ্ধে তাদের সকল অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা বানোয়াট অপপ্রচার। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।