ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


সাতক্ষীরায় বিজিবির অভিযান : ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৮:৪৪

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে চৌদ্দ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দিনব্যাপী সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কাকডাঙ্গা, সুলতানপুর, ঘোনা, মাদরা, তলুইগাছা, চান্দুরিয়া, কুশখালী, বাকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবির সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৩, ৫ ও ৭ আরবি হতে ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মজুমদার খাল, গেড়াখালী ও ভাদিয়ালী এলাকা থেকে ৫ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে বিজিবি।

সুলতানপুর বিওপি সীমান্ত পিলার-১৫/৫ এস এর ২০০ গজ ভেতরে কলারোয়ার তালসারি থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

ঘোনা বিওপি সীমান্ত পিলার-৬/৭ এস সংলগ্ন সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা মাঠ থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

মাদরা বিওপি সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৮ আরবি সংলগ্ন কলারোয়ার ভাদিয়ালী থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

একইভাবে তলুইগাছা বিওপি কলারোয়ার তেতুলবাড়ি থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প সাতক্ষীরা থানাধীন লাঙ্গলজাড়া থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে, চান্দুরিয়া বিওপি সীমান্ত পিলার-১৭/২ এস সংলগ্ন কলারোয়ার গোয়ালপাড়া থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে, কুশখালী বিওপি সীমান্ত পিলার-১১ এস সংলগ্ন কলারোয়ার ছয়ঘরিয়া থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে, এবং বাকাল চেকপোস্ট বাকাল ব্রিজ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

সব মিলিয়ে বিজিবি ১৪ লাখ ৪ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার ঔষধ আটক করেছে।

বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। তাই আটক করা হয়েছে। এভাবে ভারতীয় দ্রব্য চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে উদ্ধারকৃত মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংসের জন্য ষ্টোরে জমা রাখা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, দেশের রাজস্ব ফাঁকি রোধ, স্থানীয় শিল্পের বিকাশ এবং তরুণ সমাজকে মাকের ছোবল থেকে রক্ষার জন্য বিজিবি নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে।

স্থানীয় জনগণ এসব দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানের সন্তোষ প্রকাশ করে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।