ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


চট্টগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধার ‍মৃত্যু, দগ্ধ আরও ৩ জন


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৭:২৭

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে বসতঘরে লাগা আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন একই পরিবারের আরও তিনজন।

সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভীবাজার এলাকার মোল্লাবাড়ি এলাকায় একটি বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে গীতা রানী ঘোষ (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন তার ছেলে বিপ্লব ঘোষ (৪৯), পুত্রবধূ কণা ঘোষ (৩৫) ও নাতি শশী ঘোষ (১০)।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, রাত ২টা ৪৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পৌঁছে তাদের কাছে। কালুরঘাট ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এরপর বসতঘরের ভেতর থেকে আগুনে পোড়া নারীর মরদেহ এবং দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়।

দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্য।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবীর জানিয়েছেন, আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়। দগ্ধ তিনজনকে চমেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।