ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


বেলকুচিতে আমিরুল ইসলাম খান আলিম এর  সাথে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার ফুলের শুভেচ্ছা বিনিময়


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ২১:৩৩

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান

আলিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে(শনিবার ২৩ আগস্ট) সকালে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে বিএনপি-র অস্থায়ী কার্যালয়ে।বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম।

এসময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক ও ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি ও বেলকুচি উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল হক আজিম, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সহ সভাপতি শহিদুল ইসলাম সহ বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার কার্যকরী সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার শুভেচ্ছা বিনিময়ের সময় আমিরুল ইসলাম খান আলিম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন।

সাংবাদিকদের পেশাদারিত্ব, ন্যায়নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সমস্যাগুলো তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব। আমি সব সময় সৎ সাংবাদিকতার পাশে থাকবো।