নাগেশ্বরীতে স্বাস্থ্যসেবা সংকট নিরসনে মানববন্ধন

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা মারাত্মক সংকটে পড়েছে। বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতা কর্মী ও প্রয়োজনীয় ওষুধের অভাবের কারণে রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন। এ অবস্থার পরিবর্তনের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের উদ্যোগ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর আলম শফি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ব্যবস্থার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। যথেষ্ট ডাক্তার না থাকায় প্রতিদিন শত শত মানুষ সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। জরুরি ওষুধের সংকট চরমে, অপারেশন থিয়েটার অচল হয়ে আছে, ফলে রোগীদের বাধ্য হয়ে দূরের জেলা হাসপাতালে যেতে হচ্ছে।
মানববন্ধন শেষে বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।