ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


নোয়াখালীতে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৩:৩৪

নিহত দুই বোনের মরদেহ।

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন-মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)।

স্থানীয় এলাকাবাসী জানায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসায় পড়তো। সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে দুই বোন বাড়ির পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। এ সময় বড় বোন অহি পুকুরে ঘাটে থাকা শামুক হাত দিয়ে ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। পরে সকাল সাড়ে ৭টার দিকে দুই বোনকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে।এরপর স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।