‘ঋণের কিস্তি দিতে না পেরে’ কৃষকের আত্মহত্যা

রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোরে নিজের পান বরজে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরিবারে পক্ষ থেকে দাবি করা হয়েছে ঋণের চাপে আত্মহত্যা করেছেন এই কৃষক।
নিহতের নাম আকবর হোসেন (৫০)। তিনি খাড়ইল গ্রামের লোকমান হোসেনের ছেলে। মোহনপুর থানার ওসি আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও মৃতের পরিবার জানায়, আকবরের পানের চাষ করেই চলতো তার সংসার। কিন্তু এ বছর পান বিক্রি করে আয় হয়নি তেমন। বাজারে দাম পড়ে গেছে। অথচ মাথার ওপর ছিল ১১টি এনজিওর ঋণ। প্রায় ৬-৭ লাখ টাকার ঋণ পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করেন।
আকবর আলীর ছেলে সুজন শাহ বলেন, বাবা অন্তত চার লাখ টাকা এনজিও থেকে নিয়েছিলেন। বাকি ছিল সুদের টাকার বোঝা। প্রতি সপ্তাহেই ৫ হাজার টাকা কিস্তি দিতে হতো। কিন্তু এবার পানের কোনো দাম নাই। এক বিঘা জমির পান বরজের আয়ে সংসার চলতো। এনজিওর লোকেরা প্রতিদিন এসে চাপ দিত, কিস্তির টাকা চাইতো। বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আকবর হোসেন কৃষক মানুষ ছিলেন। প্রাথমিকভাবে জানাগেছে তিনি আর্থিক অনটনের স্বিকার। ঋণের কিস্তি দিতে না পেরে তিনি চিন্তিত ছিলেন। এরই জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।