ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


শেরপুরে কর্মীসভা ও উপজেলা বিএনপি নেতা এসএম শহিদুল ইসলামকে নাগরিক সংবর্ধনা


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ২৩:৩১

শেরপুর সদর উপজেলা বিএনপির নব গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চরশেরপুর ইউনিয়নের কৃতি সন্তান এসএম শহিদুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দিয়েছে তার নিজ এলাকার নেতাকর্মীরা। শুক্রবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় ৫ নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক কর্মী সভা ও নাগরিক সংবর্ধনার আয়োজন করেন।

আয়োজিত কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুন্দর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানু, চরশেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ আলী বিএসসি, জেলা তাতীদলের সাবেক সদস্য-সচিব ও উপজেলা বিএনপির সদস্য সাইদুল তালুকদার, চরশেরপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর হক, ইউনিয়ন বিএনপি নেতা মো. আবদুল্লাহ, মো. সিরাজ আলী, মুক্তার আলী, যুবদল নেতা আলমগীর হোসেন, আশরাফুল আলম, মাহবুবুর রহমান, মো. বাবুুল মিয়া, ফখর উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চরশেরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শাকিল আহম্মেদ।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেরপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম চলছে তা সফল করতে দলীয় সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিগত দিনের মতো আগামীতেও নিজ ইউনিয়নে দলীয় সব নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে অনুষ্ঠানের শুরুতে ৫নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে নব গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলামকে ফুলেল শুভেচছা জানানো হয়।