ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


নকলায় জনসচেতনতা সৃষ্টিতে জন্মদিনে পরিবেশ বান্ধব গাছের চারা উপহার


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৮:০৫

শেরপুরের নকলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জন্মদিনের দাওয়াতে পরিবেশ বান্ধব বিভিন্ন জাতের গাছের চারা উপহার দিয়ে এলাকাবাসীর নজর কেড়েছেন নকলা প্রেসক্লাবের সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। শনিবার বিকেলে নকলা পৌরসভার গ্রীনরোড এলাকায় জনসচেতনতা সৃষ্টি মূলক এই ব্যাতিক্রমি উপহার প্রদানের ঘটনা ঘটে।

জানা গেছে, নকলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসাইন-এঁর একমাত্র পুত্র সন্তান মোহতাদী মাহমুদ তাহাদী এর জন্ম দিন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সাংবাদিকসহ শুভাকাঙ্খিদের দাওয়াত দেওয়া হয়। তবে কোন প্রকার উপহার সামগ্রী গ্রহন করা হবেনা বলে সবাইকে জানিয়ে দেওয়া হয়। তাই সবার আদরের শিশু তাহাদীর জন্মদিনকে যুগযুগ ধরে স্মরণীয় করে রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন জাতের ঔষধি, কাঠ, ফুল-ফল ও দৃষ্টিনন্দন গাছের চারা নিয়ে হাজির হন। তাদের ব্যতিক্রমী এ উপহার এলাকাবাসীর মধ্যে সচেতনতার সৃষ্টি হয়।

মোহতাদী মাহমুদ তাহাদীর বাবা মো. মোশারফ হোসাইন বলেন, ‘আমার একমাত্র ছেলের জন্ম দিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করি এবং আমন্ত্রিত অতিথিদেরকে আমার বাসায় দুপুরের খাবার গ্রহনের জন্য আগাম অনুরোধ জানাই। তবে কোন প্রকার উপহার সামগ্রী সাথে নাআনার বিশেষ অনুরোধ করা হয়। তথাপিও অধিকাংশ আমন্ত্রিতরা তাহাদীর জন্য বিভিন্ন জাতের গাছের চারা উপহার হিসেবে নিয়ে আসেন। গাছের চারা উপহার আনার বিষয়ে অতিথিদের যুক্তির কাছে হেরে গিয়ে তাদের বিশেষ এই উপহার গ্রহনে বাধ্য হই।’

দেলোয়ার হোসেন দেলু, আফরিন আন্না, হাফছা আইরিন মিলি, সেলিম রেজা, শারমিন আক্তার ইরিন, মাজহারুল ইসলাম লালন, হাসান মিয়া, গোলাম আহমেদ লিমন, মোশাফিরাত তাসনিম নুঝাত, আমান উল্লাহ আসিফ, এস.এম মনিরুজ্জামান, মোশাররাত তাসনিম রায়তা, মোহসিনাত তাসনিম রুফাইদা, মাহিম-উর রহমান মাহী, ইশরাত মেহনাজ লিজা, জারির, জান্নাতুল ফেরদৌস জিসা, ত্বাহা, সামিউল হাসান সামীসহ অতিথিরা জানান, গাছ কারো ব্যক্তিগত সম্পদ হলেও, পশু পাখিসহ সবাই এর সুবিধাভোগ করেন। তারা বলেন, ‘গাছের সুবিধা শুধু মানুষই ভোগ করেন না, পশু-পাখিরাও ফুল, ফলের মাধ্যমে এর সুবিধা ভোগ করে। তাছাড়া বন্য পাখির আবাসস্থল হিসেবে গাছ একমাত্র মাধ্যম। গাছ ফুল ফল দেওয়ার পাশাপাশি বড় হলে বেশ টাকা পাওয়া যাবে; যা সংসারের কাজে লাগবে। তাই উপহার হিসেবে পরিবেশ বান্ধব বিভিন্ন জাতের গাছের চারা এনেছি।’ এতেকরে মোহতাদী মাহমুদ তাহাদীর পরিবারের পক্ষ থেকে উপহার নাআনার অনুরোধ রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে কিছুটা হলেও ভূমিকা রাখা হলো বলে তারা মনে করেন। যেকোন অনুষ্ঠানে বই ও গাছের চারা উপহারের তালিকাতে রাখার আহবান জানান অতিথিরা।