ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক হলেন কালের কণ্ঠের মাসুদ

ঢাকাসহ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ১৭ সদস্যের পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সংগঠনটির সাধারণ সম্পাদক ও দেশ রুপান্তরের জ্যেষ্ঠ সহসম্পাদক শাহনাজ বেগম পলি এ কমিটি ঘোষণা করেন৷ এতে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানাকে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ সভাপতি ও দেশ রুপান্তরের জ্যেষ্ঠ সহসম্পাদক শাহনাজ বেগম পলি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুই বছর মেয়াদি এ কমিটিতে দৈনিক কালবেলার মো. কবির হোসেন সিনিয়র সহ-সভাপতি, ফিনান্সিয়াল এক্সপ্রেসের মো. জিয়াউর রহমান যুগ্ম সম্পাদক, কালবেলার শাহনেওয়াজ খান সুমন সাংগঠনিক সম্পাদক, দেশ রুপান্তরের মো. মাসুম বিল্লাহ কোষাধ্যক্ষ, এখন টিভির মো. রুবেল পারভেজ দপ্তর সম্পাদক, খবরের কাগজের ফারহানা তাহের তিথি নারী সম্পাদক ও বাংলাদেশ মনিটরের জাহিদ হোসেন বিপ্লব কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সর্বসম্মতভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করা হয়। এতে দৈনিক সংগ্রামের আশরাফুল ইসলাম সহ-সভাপতি, কালের কন্ঠের মাসুদ রানা সহ-সাংগঠনিক সম্পাদক, সকাল সন্ধ্যার বদিউজামান মিলন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সমকালের মামুন সোহাগ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য পদে এটিএন নিউজের রাকেশ সিংহ, সমকালের তৌহিদুর রহমান, মাছরাঙা টেলিভিশনের নাজমুল হোসেন ও রাইজিংবিডি ই এম সৌরভ নির্বাচিত হয়েছেন।
পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০১৪ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।