ঢাকা বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩১শে শ্রাবণ ১৪৩২


স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, সাধারণ সম্পাদক মইনুল


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ২১:৩৯

পিরোজপুরের স্বরূপকাঠি পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) স্বরূপকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মইনুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুর রহমান, রাসেল কবীর।

দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন। স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক (বন ও পরিবেশ) কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সিনিয়র সদস্য মো. সাইদুল ইসলাম কিসমত প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল।

প্রথম অধিবেশন শেষে পৌর বিএনপির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন অধ্যক্ষ আলমগীর হোসেন। এরপর দ্বিতীয় অধিবেশনে তিনটি পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। এতে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে ৯টি ওয়ার্ডের প্রত্যেক ওয়ার্ড থেকে ৭১ জন করে মোট ৬৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জানা গেছে, ১৯৯৮ সালে স্বরূপকাঠি পৌর বিএনপি গঠনের পর এবারই প্রথম এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হলো। এর আগে ২০২৩ সালের ২৪ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষণার ভিত্তিতে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যেখানে সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদকে আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী কামাল হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছিল।