ঢাকা বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩১শে শ্রাবণ ১৪৩২


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১৬:১৭

সাংবাদিক আছাদুরজ্জামান তুহিনকে গলা কেটে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে বেগমগঞ্জের চৌরাস্তায় মঙ্গলবার বিকেলে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী সাংবাদিক ইউনিটির উদ্যেগে ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে সংগঠনের আহবায়ক এম এস জামালেল সভাপত্বিত্তে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা সঞ্চালনা করেন মোঃ আনোয়ারুল করিম মানিক। এতে বক্তব্য রাখেন, সাংবাদিক এমজি বাবর, মোস্তফা মহসিন, ডঃ আবু নাছের, রিপন মজুমদার, নাসির উদ্দিন মিরাজ ভূইয়া, এ.এস.এম রিজোয়ান, আবদুর রহিম, মজিদুল ইসলাম, পিন্টু খান, মোতাহের হোসেন কিরন, আবু তহের প্রমুখ।

উক্ত মানববন্ধনে সংগতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাবেক বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হাফেজ আমিন উল্যা, আজিজুল হক আজিজ সহ অনেকে। শেষে এক বিক্ষোভ মিছিল চৌরাস্তা এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে সমাপ্ত ঘোষণা করা হয়।