ঢাকা বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২


মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা আটক


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১৩:৩৪

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম খোকন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এর বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় জেলার পৌর আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

জাহিদুল ইসলাম খোকন মানিকগঞ্জ পৌরসভার জয়রা গ্রামের বাসিন্দা এবং মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল (১২ আগস্ট) সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।

মানোরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর আজ তাকে আদালতে হাজির করা হবে।