ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


সুনামগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক


প্রকাশিত:
১২ আগস্ট ২০২৫ ১৫:৫১

সাজিদুর রহমান

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (১১ জুলাই) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশুটি মসজিদে আরবি পড়তে এলে ইমাম সাজিদুর রহমান (৪০) তাকে মসজিদের দ্বিতীয় তলায় ইমামের কক্ষে ঝাড়ু দিতে পাঠান। সেখানে একা পেয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন।

ধর্ষণের শিকার শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে বললে তিনি থানায় খবর দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইমাম সাজিদুর রহমানকে আটক করে।

আটক সাজিদুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদরাসার শিক্ষক।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশু শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।