আ.লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

চট্টগ্রাম নগরীতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।
গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর বন্দর থানার ঈশানমিস্ত্রি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই আবু সাঈদ রানা নগরীর বন্দর থানায় কর্মরত আছেন।
নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, ‘গভীর রাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। যেহেতু, দলটির কার্যক্রম স্থগিত আছে, খবর পেয়ে বন্দর থানা থেকে পুলিশের একটি দল সেখানে যায়। কয়েটি দলে ভাগ হয়ে পুলিশ সদস্যরা সেখানে অভিযান করছিল। এসময় একজন পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।’
এ ঘটনার পর পালিয়ে যাওয়া নেতাকর্মীদের ধরতে রাতে অভিযান শুরু করে পুলিশ। এ পর্যন্ত অন্ত:ত ১৬ জনকে আটকের তথ্য দিয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ।