ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


শেরপুরে শিশুদের ইংরেজী বলার দক্ষতা বাড়াতে আউটডোর উপস্থাপনা অনুষ্ঠিত ।


প্রকাশিত:
১১ আগস্ট ২০২৫ ২৩:০৯

শেরপুরে শিশুদের ইংরেজী ভাষায় কথা বলার দক্ষতা বাড়াতে আউটডোর উপস্থাপনা হয়েছে। শহরের একটি অভিজাত হোটেলে ১১ আগস্ট রবিবার রাতে স্পোকেন ইংলিশ ফর অল কার্যক্রমের আওতায় ‘দুখু’স স্পোকেন ইংলিশ’ এ আউটডোর ইংলিশ উপস্থাপনা কর্মসূচির আয়োজন করে। এতে ক্ষুদে শিশু শিক্ষার্থীরা টক শো, উপস্থিত বক্তৃতা, নিজের পরিচয় এবং ভবিষ্যৎ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ইংরেজীতে নিজেদের বক্তব্য তুলে ধরে। অনুষ্ঠানে ক্ষুদে শিশুদের সাবলীল ইংরেজী বলার ধরণ, বাঙময়তা এবং বাচনভঙ্গি উপস্থিত অতিথি ও আগতদের বিমোহিত করে। প্রতিষ্ঠাতা ও শিক্ষক রাফিদুল আমিন দুখু’র সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাশরিফা বিনতে ফারুক তুহিন। শিক্ষার্থী মরিয়ম হোসেন ও ফাতিহা নুজহাত-এর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশেষ অতিথি শিক্ষাবিদ মাজহারুল ইসলাম, আবৃত্তিকার বিপুল দাম হৃদয়, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। এছাড়া কয়েকজন অভিভাবকও বক্তব্য রাখেন এবং নিজেদেও অনুভুতি প্রকাশ কনে। পরে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেডিকেল অফিসার ডা. তাশরিফা বিনতে ফারুক তুহিন বলেন, মাতৃভাষায় শিক্ষার বিকল্প নেই। তবে উচ্চ শিক্ষার জন্য ইংরেজী ভাষায় দক্ষতার প্রয়োজন হয় পড়ে। ইন্টারমিডিয়েটের পরই ইংরেজী ভাষায় অদক্ষতার কারণে আমাদেরকে প্রথম হোঁচটটি খেতে হয়। এজন্য শিশুদের ইংরেজী ভাষায় দক্ষতা অর্জনের বিষয়টি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। শেরপুরের মতো মফস্বল শহরে থেকেও  শিক্ষার্থীরা নিজেদেরকে ইংরেজী ভাষায় দক্ষ করে গড়ে তুলতে পারবে। যা তাদের ভবিষ্যৎ জীবনে চলার পথকে সহজ কওে দেবে। এজন্য আয়োজকদেরকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে বড়দের জন্যও স্পোকেন ইংলিশ কোর্স চালু করার কথা বলেন।
প্রতিষ্ঠাতা রাফিদুল আমিন দুখু বলেন, আমাদের মাঝে ইংরেজী ভাষার একটি ভীতি এবং দূর্বলতা রয়েছে। আসলে এই ইংরেজী ভীতি এবং দূর্বলতা শুরু হয় শিশু বয়স থেকে। শিক্ষাজীবনের শুরুতে শিশুরা ইংরেজীকে একটি বিষয় হিসেবে মনে করে। আমাদের শিক্ষকরাও সেভাবেই শিশুদেরকে বোঝাতে চেষ্টা করেন। এটা গতানুগতিক। কিন্তু ইংরেজীকে যদি আমরা বাংলা কিংবা অন্য আরও ভাষার মতো একটি ভাষা হিসেবে দেখি এবং শিশুদেরকে সেভাবেই গড়ে তুলতে চেষ্টা করি, তবে ইংরেজীর প্রতি ভয় এবং দূর্বলতা কেটে যাবে। বাড়বে ইংরেজীর দক্ষতা। ইংরেজীতে দক্ষতা বাড়াতে নিজের ভোকেবোলারি বাড়াতে হবে, এজন্য নিয়মিত ডিকসেনারী থেকে অন্তত: ৫/১০টি করে শব্দ শিখতে হবে। পরিবারে ইংরেজীর চর্চা বাড়াতে হবে। বেশী বেশী করে ইংরেজীতে কথা বলার, ইংরেজী পত্রিকা, বই, ম্যাগাজিন পড়ার অভ্যাস গড়তে হবে। প্রথমে কিছুটা ভুলক্রুটি থাকবে, কিন্তু ঘাবড়ালে চলবে না, নিয়মিত চর্চা ও অভ্যাস করে যেতে হবে, তবেই আসবে সাফল্য।

বার্তাপ্রেরক : মুরাদ শাহ জাবাল, শেরপুর মোবাইল-০১৯১৭১৩৬০৩৯
তাং-১১/০৮/২০২৫ইং