সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নকলায় কলম বিরতি পালন করা হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘন্টা ব্যাপি কলম বিরতি পালন করেছেন শেরপুরের নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীগন।
এর আগে রবিবার সন্ধ্যায় নকলা প্রেসক্লাবের উদ্যোগে ও আয়োজনে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সেলিম রেজা’র সঞ্চালনায় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক যায়যায়দিন’র প্রতিনিধি শফিউল আলম লাভলু, ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সহযোগী সদস্য হাসান মিয়া ও গোলাম আহমেদ লিমন প্রমুখ।
এ সভায় নকলা প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীগন যুক্ত ছিলেন। তারা সবাই সংক্ষিপ্ত আকারে নিজ নিজ মতামত পেশ করেন।
বক্তারা জানান, সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা নাহলে লাগাতার কলম বিরতি ও মানববন্ধনসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। আলোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক সবাই নিজ নিজ ফেসবুক টাইম লাইনে কলম বিরতি কর্মসূচির পোস্টার এবং বিভিন্ন সময় সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে নিজের মতোকরে লেখা পোস্ট করেন তারা।
উল্লেখ্য, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। শুক্রবার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে মাগরিব নামাজের পরে ওই গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।