ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান

সোর্স গুলিবিদ্ধ, একজন আটক ও দুইজন পলাতক


প্রকাশিত:
১১ আগস্ট ২০২৫ ২০:৩৩

মাদক ব্যবসায়ীদের গুলিতে আব্দুল হামিদ নামে এক সোর্স গুরুতর আহত হয়। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে মাদক ব্যবসায়ীদের গুলিতে আব্দুল হামিদ (৪০) নামে এক সোর্স গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) সকালে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নুরুজ্জামান নামের একজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক খবির আহম্মেদের নেতৃত্বে একটি দল নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালায়।

অভিযোগ ছিল, সেখানে অবৈধ অস্ত্র ও মাদকের কেনাবেচা চলছিল। অভিযানের সময় মাদক ব্যবসায়ী ১/মো: রাখি ইসলাম (৩৫), পিতাঃ মোঃ হাফিজুল সরদার, গ্রাম: ফিলিপ নগর মাঠপাড়া আবেদের ঘাট ও ২/মো: মিঠুলাল (৪০), পিতা মৃত ভাঙ্গন সরদার, গ্রাম: রহিম পাড়া নুরুজ্জামানের বাড়িতে বসে মাদকদ্রব্য ইয়াবা সেবন করছিল।

মাদকদ্রব্য ইউনিটের উপস্থিতি টের পেয়ে আসামি রাখি গুলি চালালে সোর্স মো: আব্দুল হামিদ (৪০), পিতা মৃত আনোয়ার হোসেন, গ্রাম: নওদা খাদেম, থানা: মিরপুর, এর বাম পায়ে হাঁটুর উপরে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত।

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, রাখি ও মিঠুলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও, মাদক ব্যবসায়ী নুরুজ্জামানকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৫০ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। রাখি ‘রাখি বাহিনী’ নামে একটি চরমপন্থী দলের প্রধান হিসেবে পরিচিত।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পলাতক আসামিদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।