কুষ্টিয়ায় সিগারেট কেনা নিয়ে বিতণ্ডা, যুবকের কামড়ে কান হারালেন দোকানদার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সিগারেট কেনাকে কেন্দ্র করে এক যুবকের কামড়ে আমানুজ্জামান (৪৫) নামের এক দোকানদারের কানের লতি ছিঁড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ সকালে উপজেলার পচামাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ভিকটিম আমানুজ্জামান ওই গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে। তিনি নিজ বাড়ির সামনে একটি মুদি দোকান পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন (২০) আমানুজ্জামানের দোকানে সিগারেট কিনতে যায়। এসময় কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিতণ্ডার এক পর্যায়ে সুমন উত্তেজিত হয়ে আমানুজ্জামানের কানে কামড় দিয়ে কানের লতি ছিঁড়ে ফেলে।
আহত অবস্থায় আমানুজ্জামানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।
এ বিষয়ে দৌলতপুর থানার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানিয়েছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছে।