নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

০৯ আগস্ট (শনিবার) সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী অফিসে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (শাহিন শহীদ) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু’র সঞ্চালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখা, জনস্বার্থমূলক খবর প্রকাশ করা এবং সমাজের সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ বৃদ্ধি এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
সভায় সিনিয়র সহ-সভাপতি প্রভাষক ফরহাদ হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল ও মোঃ মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহমেদ লেবু ও এস. এ. লিমন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান মওলা, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জুয়েল, অর্থ সম্পাদক আশরাফুল আলম ফুল, সহ-অর্থ সম্পাদক আবু হাসান আনসারী, প্রচার সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী (মেহেদী), দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে আগামী মাসের কার্যক্রম পরিকল্পনা নির্ধারণ ও পেশাগত উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।