গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ভালুকায় মানববন্ধন

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৯আগস্ট) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভালুকা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন থেকে বক্তারা ঘোষণা দেন দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও বৃহত্তর আন্দোলনে যাবে।
সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা দেশে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। এ অবস্থার অবসান ঘটাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এসময় বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি এমএ মালেক খান উজ্জল, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, যুগান্তর প্রতিনিধি জহিরুল ইসলাম(জুয়েল) প্রমূখ। এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।