সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জলঢাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন

ঢাকার গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবিতে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
৯ আগস্ট (শনিবার) ১১টায় জলঢাকা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জলঢাকা উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ ও নীলফামারী জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। শুধু গাজীপুরেই নয় আজ সারা দেশে সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। তাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকেরা।
মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ সকলের স্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।