টাঙ্গাইলে পিকআপচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নম্বর চর এলাকার মোহাম্মদ জিন্নাত আলী ছেলে আল-আমিন (৩০), চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নুর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল ( ৩২)।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা মোটরসাইকেল যোগে ধনবাড়ী সদরে যাচ্ছিল। এ সময় বিপরীতে দিক থেকে আশা একটি পিকআপের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।